আবুধাবির লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন এক বাংলাদেশি

আবুধাবির লটারিতে ২৩ কোটি টাকা জিতলেন এক বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের(ইউএই) প্রবাসী বাংলাদেশি শাহেদ আহমেদ মৌলভি ফায়েজ (৫৫) দেশটির লটারি সিরিজ বিগ টিকিটের র‌্যাফেল ড্রয়ে অংশ গ্রহণ করে ১ কোটি দিরহাম (২৩ কোটি ১ লাখ টাকা) জিতেছেন।

শনিবার (৩ এপ্রিল) দেশটির রাজধানী আবুধাবিতে এই র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

লটারি জেতার পর উচ্ছসিত মৌলভি ফায়েজ আমিরাতের দৈনিক গালফ নিউজকে বলেন, ‘আমি অত্যন্ত খুশি। প্রায় শুরু থেকে বিগ টিকিটের র‌্যাফেল ড্রতে অংশ ‍নিচ্ছি। এই প্রথম ভাগ্য খুলল।’

সংযুক্ত আরব আমিরাতের আল আইন এলাকায় বসবাস করেন মৌলভি ফায়েজ। আজ থেকে ৪০ বছর আগে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমিরাতে পাড়ি জমান তিনি। বর্তমানে আল আইনে একটি গ্যারেজ কাম মোটর ওয়ার্কশপ চালান তিনি।

গালফ নিউজকে তিনি বলেন, ‘যখন এই দেশে আসি, আমার বয়স তখন ১৫ বছর। সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরু করেছিলাম; তারপর অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে পৌঁছেছি।’

১৯৯২ সাল থেকে প্রতি বছর ‘বিগ টিকিট’ লটারির আয়োজন করে আসছে আমিরাত সরকার। এই লটারিতে ১ম স্থান থেকে ১০ স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়।

নিজের পরিবার সম্পর্কে মৌলভী ফাইজ বলেন, তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী ও সন্তানরা সবাই বাংলাদেশে থাকে বলেও জানিয়েছেন তিনি।

‘আমার মেয়ে বিবাহিতা। আমার ছোট ছেলের বয়স ১৫ বছর এবং আমার অন্য দুই ছেলে পড়াশোনা শেষ করেছে। এখন আমি তাদের ভবিষ্যত নিরাপদ করার চেষ্টা করব।’

দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ফিরব না। আমি আমিরাতে বিনিয়োগ করব। আমি এখন আমার জীবনকে আরও উন্নত করব। পরিবারকে আমার সঙ্গে এখানে নিয়ে আসব।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা