সূত্র মতে, পর্যাপ্ত কোম্পানির শেয়ার দর না বাড়ার কারণে আজ দর বৃদ্ধির তালিকায় মাত্র ৬টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। এ কারণে মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের।
বৃহস্পতিবার লেনদেন শেষে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪.৭০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৭.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে দেশ জেনারেল ইন্স্যুরেন্স ডিএসইর টপসিক্স গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপসিক্স গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৫০ শতাংশ, এনভয় টেক্সটাইলের ২.২৬ শতাংশ, আরএকে সিরামিকের ০.৭৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ০.৫৮ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ০.৪০ শতাংশ বেড়েছে।