রোববার (৪ এপ্রিল) কৃষি মন্ত্রণালয় থেকে এ চিঠি ডিসি, এসপি ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা কৃষি অফিসারদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার সময়ে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে রাসায়নিক সার ও অন্যান্য কৃষিজাত পণ্য/উপকরণ ব্যবসার সঙ্গে জড়িতদের পণ্য পরিবহন ও ক্রয়-বিক্রয়ে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এবং বোরো ধান কর্তনজনিত কারণে আন্তঃজেলা কৃষি শ্রমিকের যাতায়াত যেন বাধার সম্মুখীন না হয় সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ/সহযোগিতা দিতে অনুরোধ জানানো হয়।
লকডাউনের বিষয়টি উল্লেখ না করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।