এমনই এক খবর জানিয়েছেন বার্সেলোনার সাবেক স্কাউট আন্দ্রে কারি। কারি বলেছেন ‘নেইমার আবার মেসির সঙ্গে খেলবেন। তবে সেটি পিএসজিতে নয়, বার্সেলোনাতেই।’
কারির দাবি, বার্সার নতুন সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে আলোচনার পর কাতালান ক্লাবটিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি। এতে নেইমার এতদিন যে আশায় ছিলেন, পিএসজিতে মেসির সঙ্গে জুটি গড়বেন, সেটি এখন আর সম্ভব নয়। এজন্য নেইমার আবার বার্সায় ফিরতে চান। নিজের বর্তমান ক্লাব পিএসজির সঙ্গে নতুন চুক্তি নবায়নের আলোচনা থামিয়ে দিয়েছেন নেইমার।
এদিকে নেইমারকে নিয়ে সুখে নেই পিএসজিও। বিতর্ক তার নিত্যসঙ্গী। গত শনিবার লিলের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফেরার ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নেইমার। নেইমারের সঙ্গে লাল কার্ড দেখেছেন লিল ডিফেন্ডার তিয়াগো জালোও। একসঙ্গে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরার সময় টানেলেও ঝগড়া লেগে যায় তাদের মধ্যে। ম্যাচটি হারতে হয়েছে পিএসজিকে। সব মিলিয়ে নেইমারের উপর বিরক্ত পিএসজি।