সূত্র জানায়, সামিট পাওয়ার ইতোমধ্যে এই প্রকল্পের মেয়াদ ৫ বছর বাড়ানোর জন্য আবেদন করেছে।
কোম্পানিটি আরও জানায়, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আবেদন করেছে। কোর্ট নির্দেশ দিয়েছে কোম্পানি দুইটির মধ্যে মামলা মোকদ্দমা শেষ না হওয়া পরযন্ত চুক্তি বাড়ানো যাবে।
বিপিডিবি জানিয়েছে, সামিট নারাণগঞ্জ পাওয়ার প্লান্ট ইউনিট ওয়ানের উৎপাদন গত ১ এপ্রিল থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে।