সূত্র মতে, এ দিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ বা ৩.৬০ টাকা। দিন শেষে কোম্পানিটির পাঁচ লাখ ৪২ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য দুই কোটি ১৩ লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ টাকা ৬০ পয়সা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্স লিমিটেড দর বেড়েছে ১০ শতাংশ বা ৩.১০ টাকা। দিন শেষে কোম্পানিটির তিন লাখ ১৮ হাজার ৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য এক কোটি সাত লাখ টাকা। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৪.১০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৫ শতাংশ, ফেডেরাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৪ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স লিমিটেড ৯.৯৪ শতাংশ, পিপলস ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৪ শতাংশ, জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৩ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৯৩ শতাংশ, রূপালী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৮৯ শতাংশ এবং রিপাবলিক ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.৮৮ শতাংশ।