নিরীক্ষক জানিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ ২০০৮ ও ২০১৩ সালে জমি ও ভবন রিভ্যালুয়েশন করেছে। কিন্তু ব্যাংকটি জমি ও ভবন পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আইএএস-১৬ এর ৩১ ও ৩৪ ধারা পরিপালন করেনি।
প্রসঙ্গত, পুঁজিবাজারে ২০০০ সালে তালিকাভুক্ত হয় প্রাইম ব্যাংক। ১ হাজার ১৩২ কোটি ২৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ১১৩ কোটি ২২ লাখ ৮৩ হাজার ৪৭৭টি। এর মধ্যে ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে ৩৯.০২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩৩.২৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারদের হাতে ০.৫৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৭.১৭ শতাংশ শেয়ার। বুধবার (৭ এপ্রিল) কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছে ১৬.২০ টাকায়।