বুধবার (৭ এপ্রিল) দারাজ সূত্রে এ তথ্য জানা গেছে। ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠানটি অর্থসংবাদকে জানায়, আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর হিসেবে বিসিবির সাথে দারাজ চুক্তিবদ্ধ হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের স্থায়ী কোনো স্পন্সর ছিল না। শেষ সিরিজগুলোতে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবশেষ নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছিল ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’। এবার যুক্ত হলো দারাজ। যার ফলে এখন থেকে সাকিব-তামিমদের জার্সিতে দেখা যাবে দারাজের লোগো।