8194460 এনআরবি গ্লোবাল লাইফের নতুন সিইও এম মনিরুল আলম - OrthosSongbad Archive

এনআরবি গ্লোবাল লাইফের নতুন সিইও এম মনিরুল আলম

এনআরবি গ্লোবাল লাইফের নতুন সিইও এম মনিরুল আলম
এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মুন্সী মো. মনিরুল আলম (এম এম মনিরুল আলম)। এর আগে তিনি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও ছিলেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে তিনি বীমা কোম্পানিটিতে যোগদান করেছেন। এর আগে গত ১৮ মার্চ তার নিয়োগ অনুমোদনের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে আবেদন জানিয়েছে এনআরবি গ্লোবাল লাইফ কর্তৃপক্ষ।

তবে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ এখন পর্যন্ত তার নিয়োগ অনুমোদনের বিষয়ে কোন বক্তব্য পাঠায়নি বলে জানিয়েছেন এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সের নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলম।

এম এম মনিরুল আলম ২০১৫ সালের ১ জানুয়ারি মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন গার্ডিয়ান লাইফে। এরপর ২০১৮ সালের ১ জানুয়ারি পরবর্তী ৩ বছরের জন্য তার নিয়োগ নবায়ন করা হয়, যার মেয়াদ শেষ হয়েছে গেলো বছরের ৩১ ডিসেম্বর।

১৯৯১ সালে ডেল্টা লাইফের উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা হিসেবে বীমা পেশায় কর্মজীবন শুরু করেন এম এম মনিরুল আলম। পরবর্তীতে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি কোম্পানিটির আরো দুটি পদ জেএভিপি ও এভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৯ সালের ১ নভেম্বর যোগদান করেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্সে।

এম এম মনিরুল আলম প্রগতি লাইফে কাজ করেন ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে তিনি বীমা কোম্পানিটির ভিপি, এসভিপি, জেইভিপি, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম এম মনিরুল আলম বলেন, বীমা গ্রাহক, কোম্পানির মালিক ও কর্মীদের স্বার্থ রক্ষার মাধ্যমে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্সকে একটি কমপ্লায়েন্স কোম্পানি হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে আমাকে নিয়োগ দিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। পেশাদারিত্বের সাথে আমি সে লক্ষ্যে কাজ করে যেতে চাই। বীমা আইনসহ প্রযোজ্য সকল ধরণের আইন মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে এনআরবি গ্লোবাল লাইফকে একটি সন্তোষজনক ও বিশ্বস্ত অবস্থানে নিয়ে যেতে আমার প্রচেষ্টা অব্যাহত রাখব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ