ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্‌যাপন

ইউনাইটেড হসপিটালে বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্‌যাপন
প্রতিবছর বিশ্বব্যাপী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এর পরিপ্রেক্ষিতে ইউনাইটেড হসপিটালের চিকিৎসক, ডাক্তার-নার্স তথা সম্মুখসমরের যোদ্ধাদের নিয়ে ‘সুস্থতার জন্য সুস্থ জীবনযাপন’ শিরোনামে অনুষ্ঠান আয়োজিত হয়েছে। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা সম্ভব। নিয়মিত শরীরচর্চা, সঠিক খাদ্যাভ্যাস ও পরিপূর্ণ ঘুম—বিষয়গুলো নিয়ে কথা বলেন অনুষ্ঠানে বিভিন্ন ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘একটি সুন্দর, স্বাস্থ্যকর বিশ্বের নির্মাণ’। এই অঙ্গীকার নিয়ে ইউনাইটেড হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ ফাইজুর রহমান অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিয়মিত হেলথ স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিকভাবে রোগ নির্ণয় ও প্রতিরোধের মাধ্যমে সুস্থ জীবনধারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে তিনি বলেন, কোভিড-১৯ বদলে দিয়েছে মানুষের জীবনযাপন। পরিবর্তন এসেছে খাদ্যাভ্যাসে, স্বাস্থ্য ভাবনায়। মানুষ এখন উপলব্ধি করতে পেরেছে, সুস্বাস্থ্যই হচ্ছে প্রকৃত সম্পদ। তাই সুস্থভাবে বেঁচে থাকতে চাই স্বাস্থ্যকর জীবনযাপন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনাইটেড হসপিটালের ডিরেক্টর, কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। অনুষ্ঠানে ইউনাইটেড হসপিটালের পরিচালক, ডাক্তার, নার্স ও বিভিন্ন বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো