দেশের ৬১তম শিডিউলড ব্যাংক ‘সিটিজেন’

দেশের ৬১তম শিডিউলড ব্যাংক ‘সিটিজেন’
দেশের ৬১তম শিডিউলড ব্যাংক হিসেবে সিটিজেন ব্যাংককে তালিকাভুক্ত করা হয়েছে। গত বছরের ৭ ডিসেম্বর লাইসেন্স পায় ব্যাংকটি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক গ্যাজেট প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার থেকে সিটিজেন ব্যাংককে শিডিউলড ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে গত ৭ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দেশের ৬১তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে লাইসেন্স পায় সিটিজেন।

নতুন ব্যাংকটির একজন অংশীদার হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। তার মা জাহানারা হক লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন।

তবে জাহানারার আকস্মিক মৃত্যুর পর তার অংশীদারির মালিকানা পুত্র আনিসুল হকের হাতে স্থানান্তরের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক। গেল বছরের ২৬ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি