ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সার্ভার ডাউন থাকাকালে ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে পারেননি। এসময় মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপও ঠিকঠাক কাজ করেনি।
সার্ভার বিকল হয়ে পড়লে ব্যবহারকারীরা একটি ‘এরর মেসেজ’ দেখতে পান। এতে লেখা ছিল- স্যরি, সামথিং ওয়েন্ট রং। তবে সার্ভার ডাউনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
কিছুক্ষণ এরর মেসেজ দেখানোর পর পূর্বের অবস্থায় ফিরে আসে ফেসবুক। এর আগে গত মার্চের ১৯ তারিখ ফেসবুক সার্ভারে সমস্যা দেখা দেয়। সেই ঘটনার মাস না পেরুতেই আবারও ত্রুটি দেখা দিল ফেসবুকে।