গত বছর একই সময়ে যাত্রী সংখ্যা ছিল ৩ কোটি ৩৬ লাখ। মূলত কভিড-১৯ মহামারীতে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকায় যাত্রী পারাপার কমে গেছে। এখনো বেশির ভাগ দেশ লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এজন্য বিশ্বজুড়েই উড়োজাহাজের যাত্রী কমে গেছে।
দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, ট্রানজিট নেয়া উড়োজাহাজগুলোসহ প্রথম প্রান্তিকে তুরস্কের বিমানবন্দরগুলোয় অবতরণ করেছে ২ লাখ ৩৮ হাজার ৪৪৮টি উড়োজাহাজ। পাশাপাশি প্রায় ৬ লাখ ৪৩৩ টন পণ্য কার্গোতে পরিবহন করা হয়েছে।