বন্ধের আগে ভিড় সামলাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।
সোমবার (১২ এপ্রিল) রাতে তিনি গণমাধ্যমকে জানান, ১৪ এপ্রিল থেকে ব্যাংক বন্ধের সিদ্ধান্তের ফলে মঙ্গলবার ভিড় হতে পারে। যে কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার ১টা পর্যন্ত লেনদেন ও ৩টা পর্যন্ত ব্যাংক খোলা রাখার কথা ছিল। অর্থাৎ লেনদেনের সময় ছিল ১টা পর্যন্ত।
এর আগে, কঠোর বিধিনিষেধের এ সাত দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।