মঙ্গলবার (১৩ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি সাকিব আল হাসান অ্যান্ড কোং। যে দলটির মুখোমুখি হওয়া মানে যেন কেকেআরের হার নিশ্চিত। এমন ম্যাচে টস জিতে ফিল্ডিংয়েরই সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে কুইন্টন ডি ককের উইকেট হারালেও রোহিত শর্মা আর সুর্যকুমার যাদবের দারুণ জুটি এবং ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলো মুম্বাই। ইয়ন মরগ্যান একের পর এক বোলার ব্যবহার করেও সাফল্য পাচ্ছিল না।
সাকিব আল হাসানকে তিন নম্বর বোলার হিসেবে বোলিংয়ে নিয়ে আসেন মরগ্যান। এসে প্রথম স্পেলে করেন ২ ওভার। উইকেট নিতে না পারলেও সাকিব রান দিয়েছেন কেবল ১০টি। রোহিত শর্মা আর সুর্যকুমার যাদব আক্রমণাত্মক হলেও সাকিবকে রয়ে-সয়ে খেলতে হয়েছে।
দ্বিতীয় স্পেলে দ্রুতই সাকিবকে নিয়ে আসেন মরগ্যান। এসে দ্বিতীয় স্পেলের প্রথম ওভারে দিলেন ৬ রান। উইকেট নিতে পারেননি। পরের ওভারে ৭ রান দিলেও বিধ্বংসী জুটি ভাঙেন সাকিব। ৩৬ বলে ৫৬ রান করা সুর্যকুমারকে ক্যাচ দিতে বাধ্য করেন শুভমান গিলের হাতে।
যেখানে অন্য বোলাররা একের পর এক মার খাচ্ছিল, সেখানে ৪ ওভারে সাকিব দিলেন কেবল ২৩ রান। ৫.৭৫ ইকনোমিতে উইকেটও নিলেন ১টি। নিঃসন্দেহে, দিনের সেরা বোলিংই আসলো সাকিবের হাত থেকে।