বাংলা ১৪২৮ সনের প্রথম দিন বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। এ দিবসকে কেন্দ্র করে সারা দেশে সরকারি ছুটি থাকবে। পাশাপাশি সারা দেশে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে শুরু হয়ে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে।
লকডাউনের মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকায় পুঁজিবাজারও খোলা থাকছে। ফলে আগামী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে পুঁজিবাজারে লেনদেন সীমিত পরিসরে চলবে।
বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ী, লকডাউনের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন চলবে। যথারীতি প্রি-ওপেনিং বন্ধ এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকছে।