ঘরোয়া লিগে টানা ব্যর্থতার কারণেই বরখাস্ত করা হয়েছে মরিনহোকে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২ ম্যাচে ১৪ জয় আর ১০ হারে ৫০ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম অবস্থানে আছে টটেনহ্যাম। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান ২৪ পয়েন্ট।
গত মৌসুমেও মরিনহোর কোচিংয়ে ষষ্ঠ অবস্থানে থেকে শেষ করেছিল টটেনহ্যাম। চেলসিকে তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতানো কোচের ওপর তাই আর ভরসা রাখতে পারছে না ক্লাব কর্তৃপক্ষ।
অথচ ২০২৩ সাল পর্যন্ত পর্তুগিজ এই কোচের সঙ্গে চুক্তি ছিল টটেনহ্যামের। শুধু মরিনহো একা নন। তার কোচিং প্যানেলের হোয়াও স্যাক্রামেন্তো, নুনো সান্তোস, কার্লোস লালিন এবং জিয়াভানি সেরাকেও বরখাস্ত করা হয়েছে।
লিগে গত তিন ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছে টটেনহ্যাম। গত মার্চে তারা ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়েছিল। ২৫ এপ্রিল কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ক্লাবটি। তার ঠিক আগ মুহূর্তে বরখাস্ত করা হলো মরিনহোকে।