বুধবার (২১ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যানদের কাছে বিএসইসির পক্ষ থেকে যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ–সংক্রান্ত এক নির্দেশনা পাঠানো হয়েছে।
বিনিয়োগকারীরা আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে ডিএসইতে লেনদেন শুরুর ১৫ মিনিট আগেই ক্রয়-বিক্রয়ের আদেশ দিতে পারবেন।এই পদ্ধতিতে প্রত্যেক কার্যদিবস শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে শেয়ার কেনাবেচার প্রস্তাব এবং লেনদেন শেষ হওয়ার ১০ মিনিট পর পর্যন্ত সমাপনী দরে শেয়ার কেনাবেচা করা যাবে।