লকাডাউনে মুভমেন্ট পাস নিয়েছেন সাড়ে ১৩ লাখ মানুষ

লকাডাউনে মুভমেন্ট পাস নিয়েছেন সাড়ে ১৩ লাখ মানুষ
মুভমেন্ট পাসের জন্য পুলিশের ওয়েবসাইট ও অ্যাপে গত ১১ দিনে (১৩–২৩ এপ্রিল) ২০ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২৩৬টি হিট হয়েছে। এ সময় ১৩ লাখ ৫৫ হাজার ৫৫৯ জন মুভমেন্ট পাস পেয়েছেন। ১৪ এপ্রিল সারা দেশে শুরু হওয়া কঠোর লকডাউনের মধ্যে চলাচলের জন্য এই পাস ইস্যু করে পুলিশ। নতুন কোনো সিদ্ধান্ত না হলে চলমান লকডাউন আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চলমান লকডাউনের মধ্যে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখা যাবে। লকডাউনে শপিংমল ও দোকানে যেতে ক্রেতা-বিক্রেতাদের মুভমেন্ট পাস নিতে হবে। তবে আগের ঘোষণা অনুযায়ী যেসব পেশার মানুষের মুভমেন্ট লাগবে না বলে জানানো হয়েছে, তাঁদের শপিংমলে যেতেও পাস লাগবে না। তাঁদের ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্রই মুভমেন্ট পাস হিসেবে গণ্য করা হবে বলে পুলিশ সদর দপ্তর গণমাধ্যমে জানিয়েছে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সরকার ১৪ এপ্রিল সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে। সেদিন থেকেই পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মানুষের চলাচল নিয়ন্ত্রণে ঘর থেকে বের হতে মুভমেন্ট পাস নেওয়ার ব্যবস্থা চালু করে। এ জন্য ১৩ এপ্রিল বিশেষ অ্যাপ ও ওয়েবসাইট (https:/movementpass.police.gov.bd) উদ্বোধন করা হয়।

লকডাউনের মধ্যেই আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ শপিংমল খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে সংক্রমণ এড়াতে অতি প্রয়োজন ছাড়া শপিংমলে যেতে জনসাধারণকে নিরুৎসাহিত করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা