প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন

প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ৩ দিন
বিশেষ ফ্লাইটে বিদেশফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হয়েছে। এখন থেকে ১৪ দিনের বদলে তাদেরকে তিনদিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ের মধ্যে করোনা টেস্ট করে নেগেটিভ পাওয়া গেলে অবশিষ্ট ১১দিন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

শনিবার (২৪ এপ্রিল) শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। নতুন প্রজ্ঞাপন অনুসারে বিশেষ ফ্লাইটে ফেরত আসা প্রবাসীকর্মীসহ অন্যান্য যাত্রীদের ১৪ দিনের স্থলে নিজ খরচে তিনদিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে যাদের দুই ডোজ করোনার টিকা নেয়া আছে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে না। তারা সরাসরি হোম কোয়ারেন্টাইনে যাবেন এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে।’

ইতোপূর্বে বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, পবিত্র ঈদুল ফিতরের ঈদকে সামনে রেখে প্রবাসীকর্মীদের দেশে ফেরার সংখ্যা বাড়ছে। গত ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ১১১টি ফ্লাইটে তিন হাজার ৮২৬ জন দেশে ফিরেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫টি ফ্লাইটে ৮৩৩ জন ফিরেছেন। তাদের মধ্যে ৭৪২ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও ৯১ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা