সূত্র মতে, বন্ডটির বৈশিষ্ট আনসিকিউরড, কনটিজেন্ট কনভার্টেবল, প্রি-স্পেসিইড টিগার পয়েন্ট, কুপন/প্রফিট ডিসক্রেশন, সাব-অর্ডিনেটেড ও নন কিউমুলেটিভ।
ব্যাংকটি টিয়ার-১ মূলধন শর্ত পূরণে ব্যাসেল-৩ এর অধীনে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে।
ইসলামী ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা ও শেয়ারহোল্ডারদের সম্মতি পেলে বন্ড ইস্যু করতে পারবে।