অভিষেক হলো পেসার শরীফুলের

অভিষেক হলো পেসার শরীফুলের
নিউজিল্যান্ডে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক হয়ে গিয়েছিল তার। অপেক্ষা ছিল দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভিষেকের। পেসার শরীফুল ইসলামের সে অপেক্ষাটাও ঘুচে গেছে আজ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ অভিষেক হচ্ছে তার।

কোচ রাসেল ডমিঙ্গো আগের দিন সংবাদ সম্মেলনেই অবশ্য ইঙ্গিত দিয়ে রেখেছিলেন এ বিষয়ে। জানিয়েছিলেন, পেস আক্রমণে বৈচিত্র্য আনতে পরিবর্তন আসতে পারে একটা। সেটাই এসেছে। পেসার এবাদত হোসেনের জায়গায় অভিষেক হচ্ছে শরীফুলের।

এ ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ওপেনার সাইফ হাসান আগের ম্যাচের দুই ইনিংসেই ছিলেন ব্যর্থ। তবু দ্বিতীয় টেস্টে তার ওপরই ভরসা রেখেছে দলীয় ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কা দলেও এক অভিষিক্ত আছে আজ। অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার প্রবীন জয়াবিক্রমার। তিনি এসেছেন ওয়ানিন্দু হাসরাঙ্গার বদলে। এদিকে স্বাগতিক দলে আরও এক পরিবর্তন আছে। লাহিরু কুমারার জায়গায় বাড়তি স্পিনার হিসেবে নিয়েছে অফ স্পিনার রমেশ মেন্ডিসকে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও আবু জায়েদ।

শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, রমেশ মেন্ডিস, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও প্রবীন জয়াবিক্রমা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো