8194460 করোনায় এক মাসে ২১ চিকিৎসকের মৃত্যু - OrthosSongbad Archive

করোনায় এক মাসে ২১ চিকিৎসকের মৃত্যু

করোনায় এক মাসে ২১ চিকিৎসকের মৃত্যু
চলতি (এপ্রিল) মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৫২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২৭ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ মো. আবদুল ওহাব তরফদার। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি যশোরের একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, আবদুল ওহাব তরফদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএমএর তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ এপ্রিল দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছিল। জুনে করোনাভাইরাসের সংক্রমণে মারা যান ৪৫ জন চিকিৎসক। সেপ্টেম্বরের পর থেকে চিকিৎসকদের মৃত্যুর হার অবশ্য কিছুটা কমে। তবে চলতি বছরের এপ্রিলে আবার তা বেড়ে যায়।

বিএমএর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চারজন চিকিৎসক। ফেব্রুয়ারিতে মারা যান একজন। মার্চে মারা যান তিনজন।

বিএমএর তথ্য বলছে, গত বছরের মার্চ থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত দেশে ২ হাজার ৯১১ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একই সময়ে ২ হাজার নার্স ও ৩ হাজার ২৯৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা