এবার ভারত থেকে ভ্রমণ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

এবার ভারত থেকে ভ্রমণ নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র
নতুন ভ্যারিয়েন্টে করোনা সংক্রমণের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সরকার ভারত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

আগামী মঙ্গলবার (৪ মে) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) -এর পরামর্শ অনুযায়ী বাইডেন প্রশাসন এই জরুরি সিদ্ধান্ত নিয়েছে। ভারতে বর্তমানে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র প্রশাসন এই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে।

রয়টার্সের খবরে বলা হয়, এই ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ভারতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

গত বৃহস্পতিবার ভারত ভ্রমণের ক্ষেত্রে ৪ মাত্রার সতর্কতা জারি করে মার্কিন পররাষ্ট্র দফতর। এই মুহূর্তে ভারতে সফর না করা এবং ভারত থেকে যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরামর্শ দেয়া হয়।

এর আগে ভারতের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে বৃটেন, জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন