সোমবার (০৩ মে) ৭৭২তম নিয়মিত কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এই নিরীক্ষার জন্য কমিশন নিরীক্ষক নিয়োগ দেবে।
উল্লেখ্য, ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ফারইস্ট ফাইন্যান্সের ব্যবসা তলানিতে। ২০১৭ সাল থেকে লোকসানে থাকা এ কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের একই বছর থেকে লভ্যাংশ প্রাপ্তিও বন্ধ রয়েছে। যে কারনে কোম্পানিটি এখন ‘জেড’ ক্যাটাগরিতে। এই পতনে কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারটি এখন ৩.৩০ টাকায়।