8194460 বার্সেলোনা-মেক্সিকো সিটি রুটে পুনরায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট - OrthosSongbad Archive

বার্সেলোনা-মেক্সিকো সিটি রুটে পুনরায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট

বার্সেলোনা-মেক্সিকো সিটি রুটে পুনরায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট
নেটওয়ার্ক পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২ জুলাই থেকে পুনরায় বার্সেলোনা-মেক্সিকো সিটি রুটে ফ্লাইট শুরু করতে যাচ্ছে এমিরেটস।

এই রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল করবে এবং ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে দুই শ্রেণি বিশিষ্ট বোয়িং ৭৭৭-২০০ এলআর।
বিমানটির বিজনেস শ্রেণিতে ৩৮টি এবং ইকোনমি শ্রেণিতে ২৬৪টি আসন থাকবে।

মেক্সিকোর গ্রাহকদের সেবা প্রদান ছাড়াও এই ফ্লাইটের মাধ্যমে ইউরোপ, ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মেক্সিকো ভ্রমণকারী যাত্রীদের জন্য অতিরিক্ত ভ্রমণ অপশন প্রদান করা হবে।

গত বছরের জুলাই মাস থেকে অবকাশযাপনকারী ও ব্যবসায়ীদের জন্য দুবাই উন্মূক্ত করে দেওয়া হয়েছে।
মেক্সিকোও পর্যটক ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য বর্তমানে উন্মূক্ত।

আকাশ ভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস অত্যন্ত নমনীয় বুকিং নীতি অবলম্বন করছে।
এছাড়াও ১ ডিসেম্বর ২০২০ বা তার পরবর্তী সময়ে ক্রয়কৃত টিকিটের সকল যাত্রী মাল্টি-রিস্ক ভ্রমণবীমা সুবিধা পাচ্ছেন, যার মধ্যে কোভিড-১৯ও অন্তর্ভূক্ত।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সপ্তাহে ১৭টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ৯০টির অধিক গন্তব্যে ভ্রমণ সুবিধা পাচ্ছেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার