কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধ

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরা বন্ধ
রাঙামাটির কাপ্তাই হ্রদে শনিবার (১ মে) থেকে তিন মাসের জন্য মাছ ধরা ও বিপণন বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে এবং কার্প জাতীয় মাছ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, জেলা প্রশাসনের আদেশের মাধ্যমে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদের মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্রদে অবৈধ ব্যবসায়ী ও জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে, এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিএফডিসি।

তিনি আরও জানান, হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা মাছের পোনার সুষ্ঠু বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বরাবরের মতো এ বছরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাঙামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ ছাড়া মাছ শিকার বন্ধকালীন হ্রদের কার্যক্রমে সম্পৃক্ত ২২ হাজার জেলের জন্য ভিজিএফ কার্ডের চাল বিতরণ কার্যক্রম নেওয়া হবে বলে তিনি জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪
ঢাকা সফর নিয়ে দিল্লিতে ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
আফগানিস্তানে মন্ত্রণালয়ের ভেতর বিস্ফোরণে মন্ত্রী নিহত
আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান যুক্তরাষ্ট্রের
পালানোর পথে আসাদের প্লেন বিধ্বস্তের গুজব
৫০ বছর পর সিরিয়ার সীমানায় ঢুকেছে ইসরায়েলি ট্যাংক
সিরিয়ার আগে যেসব দেশের স্বৈরশাসক পালিয়েছেন
বাশারের প্রধানমন্ত্রীর হাতেই থাকছে সিরিয়া সরকারের ভার
অর্ধশতাব্দী ধরে আসাদ পরিবারের সিরিয়া শাসন
সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে হিজবুল্লাহ