ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
আলোচ্য সপ্তাহে শেয়ারটি গড়ে প্রতিদিন ১২ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে যা সপ্তাহে ৪৯ কোটি ৩১ লাখ ১৫ হাজার টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ।গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৭ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি গড়ে ২ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা লেনদেন করে। যা সপ্তাহে মোট ৯ লাখ ৬৭ হাজার টাকা।
গ্র্রীনডেল্টা মিউচ্যুয়াল ফান্ড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে ইউনিটটির সর্বচ্চ দর বেড়েছে ৬ দশমিক ০৬ শতাংশ। গড়ে প্রতিদিন ফান্ডটি সর্বমোট ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা সপ্তাহে মোট ২ লাখ ৯৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ড্যাফোডিল কম্পিউটার্স, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, রিলায়েন্স ওয়ান, দি ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স, দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যালস ইন্ডাস্ট্রি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, বাটা সু কোম্পানি ও সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।