বাড়ল টিসিবির পণ্য বিক্রির সময়সীমা

বাড়ল টিসিবির পণ্য বিক্রির সময়সীমা
গ্রাহকদের বাড়তি চাহিদার কথা বিবেচনা করে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেবা সপ্তাহের সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ মে পণ্য বিক্রির এ কার্যক্রম শেষ হবে। গত ৩০ এপ্রিল থেকে শুরু হওয়া ‘সেবা সপ্তাহ’ গত বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল।

টিসিবি জানিয়েছে, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে পণ্য বিক্রির সময় বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানীতে ট্রাকের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে ১২০টি করা হয়েছে। এ সময় আগের মতো পণ্য বরাদ্দ দেওয়া হবে। সেবা সপ্তাহ উপলক্ষ্যে টিসিবির প্রতি গাড়িতে ১ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রতি ট্রাকে ৮০০ থেকে ১ হাজার ২০০ কেজি চিনি, ৬০০ থেকে ৭৫০ কেজি মসুর ডাল, ৩০০ থেকে ১ হাজার কেজি পেঁয়াজ, ৪০০ থেকে ১ হাজার কেজি ছোলা ও ১০০ কেজি খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

টিসিবির ট্রাক সেলে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০০ টাকা এবং অনলাইনে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১০৮ টাকা বিক্রি করা হচ্ছে। উভয় ক্ষেত্রেই এক জন ক্রেতা সর্বোচ্চ পাঁচ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

টানা ৯ দিন বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি বন্ধ
হিলি দিয়ে ৩৮ দিনে এলো এক লাখ ২০ হাজার টন চাল
চট্টগ্রাম বন্দরে নতুন মাশুল কার্যকর, গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ
যুক্তরাষ্ট্রে ৭ মাসে পোশাক রপ্তানি বেড়েছে ২২ শতাংশ
তিন বছর পর হিলি দিয়ে টমেটো আমদানি শুরু
বেনাপোল দিয়ে চাল আমদানি শুরু, দাম কমার আশা
হিলি স্থলবন্দরে দেড় মাসে আয় ১৮ কোটি টাকা
পরিবেশবান্ধব লিড সনদ পেলো আরও ৫ পোশাক কারখানা
মার্কিন শুল্ক হ্রাসের পর স্থগিত কার্যাদেশ ফিরছে, সুবাতাস পোশাকখাতে
ঢাকায় পর্যটন মেলা ৩০ অক্টোবর