প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন

প্রয়োজনে বিমানবন্দর শাটডাউন
পরিস্থিতি বিবেচনা করে ১০ দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে বিমানবন্দর ‘শাটডাউন’ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। আজ শনিবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে আজ পর্যন্ত মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আরও ৪ জন আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। মন্ত্রী জানান, সারা দেশে হোম কোয়ারেন্টিনে আছেন ১৪ হাজার মানুষ। আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৫০ জন।

করোনা ভাইরাসের সংক্রমণের রোধে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ব্যাংকক, চীন, যুক্তরাজ্য, হংকংয়ের সঙ্গে বিমান চলাচল রয়েছে এখন পর্যন্ত। ইতোমধ্যে ১০ দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এ রুটে যাত্রী আসা–যাওয়া করছে। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন এই রুটের ফ্লাইটও বন্ধ করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা