শ্রীলঙ্কায় ভারতের তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি

শ্রীলঙ্কায় ভারতের তিন ওয়ানডে ও পাঁচ টি-টোয়েন্টি
জুলাইয়ে ভারত শ্রীলঙ্কা সফর করবে। সেখানে তিন ওয়ানডে এবং পাঁচ টি-টোয়েন্টি খেলবে। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের অংশ হিসেবে ভারত এ সফর করবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি।

গত বছরই এ সফর হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সফর স্থগিত হয়। দ্বীপরাষ্ট্রের সফরে প্রথম সারির খেলোয়াড়দের পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ভারত। এরই মধ্যে ২০ সদস্যের দলও ঘোষণা করেছেন তারা। সেই দল আগামী ২ জুন যাবে ইংল্যান্ডে। ফলে ২০ জন আগেই কমে যাচ্ছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট শুরু ৪ আগস্ট। ফলে শ্রীলঙ্কায় ভিন্ন দল যাবে তা মোটামুটি নিশ্চিত। আবার জুনে ইংল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার। ২৪ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত তাদের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার সূচি রয়েছে।

এদিকে স্থগিত হওয়া আইপিএল ইংল্যান্ডের মাটিতে আয়োজনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন গাঙ্গুলি। তিনি বলেন,‘ইংল্যান্ডে আইপিএল আয়োজনের সম্ভাবনা নেই। ভারত শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে। কঠিন পরিস্থিতিতে সব জায়গায় কোয়ারেন্টাইন করতে হয়। সেজন্য উপযুক্ত সময় বের করে আমাদের আইপিএল শেষ করতে হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো