পরিচালক ও নায়ক দুজনই এ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ওটিটি প্ল্যাটফর্ম আইথিয়েটারে মুক্তি পাবে 'কসাই'। মাত্র ২০ টাকার বিনিময়ে এ ওয়েন ফিল্মটি দেখতে পারবেন দর্শক।
অনন্য মামুন বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি ঈদের দিন সিনেমাটি মুক্তি পাবে। তবে সময়টা এখনও আমরা নির্ধারণ করিনি। অ্যাপটি একদিনের জন্য সাবস্ক্রিপশন করতে লাগবে ২০ টাকা। একদিনের মধ্যে সিনেমাটি যতবার ইচ্ছা দেখা যাবে। অন্য কনটেন্টেও দেখতে পারবেন দর্শকরা।’
‘কসাই’ নিয়ে নিরব বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার টিম ওয়ার্ক দুর্দান্ত৷ পরিশ্রম করেন, অন্যদের দিয়েও পরিশ্রম করিয়ে সেরা কাজটা আদায় করেন৷ খুব উপভোগ করে কাজ করেছি৷ আর টিমেফ সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি শেষ করেছি।
আমাদের এ গল্পে প্রচুর সাইপেন্স আছে, ট্রেলারে তার ধারণা দেয়ার চেষ্টা করেছেন নির্মাতা। আমার বিশ্বাস, দশর্ক নিরাশ হবেন না।’
এদিকে সিনেমাটির মুক্তি উপলক্ষে মঙ্গলবার (১১ মে) বিকেলে প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার। ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে জমজমাট এক গল্পের আভাস মিলেছে। ট্রেলারে বিভিন্ন লুকে দেখা গেছে চরিত্রগুলোকে। চিত্রনায়ক নিরব হাজির হয়েছেন চমক নিয়ে। তবে রাশেদ মামুন অপুর উপস্থিতিও নজর কেড়েছে দর্শকের৷
উপভোগ্য সিনেমার আশা জাগিয়েছে কাজী নওশাবা, এলিনা শাম্মী, প্রিয়মনি, তাসনুভা আনান শিশিরদের এক ঝলকের উপস্থিতিও।