সহায়তা হিসেবে ঢাকা বিভাগে ৯৪ কোটি টাকা বিতরণ

সহায়তা হিসেবে ঢাকা বিভাগে ৯৪ কোটি টাকা বিতরণ
করোনাভাইরাস মহামারির প্রেক্ষিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ থেকে রোববার পর্যন্ত (১৬ মে) ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৯৪ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৬৪ টাকা বিতরণ করা হয়েছে। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা জেলায় ১১ লাখ ১৫ হাজার টাকা নগদ আর্থিক সাহায্য হিসেবে বিতরণ করা হয়েছে। মাদারীপুর জেলায় ১ কোটি ৮১ লাখ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩ কোটি ৪২ লাখ ১২ হাজার ৬০০ টাকা, রাজবাড়ী জেলায় ১২ কোটি ২২ লাখ ৮২ হাজার ১৪ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা এবং গোপালগঞ্জ জেলায় ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ২১ লাখ ৩ হাজার ৩৫০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলায় ৩ কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৬০০ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ কোটি ২০ লাখ ২৫০ টাকা, ৩৩৩-এ কলের মাধ্যমে ২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা, শিশুখাদ্য ৩২ লাখ ৫০০ টাকা ও গো খাদ্য ২ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

মুন্সিগঞ্জ জেলায় ১ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৮০ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা, ফরিদপুর জেলায় ১ কোটি ৯২ লাখ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৫ কোটি ৭১ লাখ ৭ হাজার ২৫০ টাকা এবং কিশোরগঞ্জ জেলায় ৩ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ৯৫ লাখ ১৩ হাজার ৯৫০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জ জেলায় ১ কোটি ৮০ লাখ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৩৪ কোটি ৬৯ লাখ ৯ হাজার ৯৫০ টাকা এবং মানিকগঞ্জ জেলায় ১৭ লাখ ৫ হাজার ৯৫০ টাকা নগদ ও ভিজিএফ কার্ডের মাধ্যমে ৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে বলে বিবরণীতে জানানো হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা