সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার নিন্দা জানিয়েছে চীন বাংলা প্রেসক্লাব

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থার নিন্দা জানিয়েছে চীন বাংলা প্রেসক্লাব
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন প্রস্তাবিত চীন বাংলা প্রেসক্লাবের সমন্বয়ক মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। একই সঙ্গে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এবং ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর চীন প্রতিনিধি।

এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দায়েরকৃত মামলার নিঃশর্ত প্রত্যাহার দাবি করেছেন মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম। রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘন্টা আটকে রেখে হেনস্থা করা ও শারীরিকভাবে লাঞ্ছনা অত্যন্ত অমানবিক বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে ব্রিটিশ ঔপনিবেশিক আমলের আইন-কানুন দিয়ে একজন পেশাদার সাংবাদিককে এই আইনের কঠোর ধারায় আটক ও অভিযোগ আনায় চীনে অবস্থানরত বাংলাদেশি সংবাদ কর্মীগণ শঙ্কিত।

উল্লেখ, সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ, টিকা নিয়ে অব্যবস্থাপনা এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি নিয়ে প্রতিবেদন তৈরি করে, যে প্রতিবেদনগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আক্রোশ থেকে তাকে সচিবালয়ে ৫ ঘন্টার বেশি আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিলো। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা