ডিএসই ও সিএসইর সাথে নিয়ালকোর চুক্তি স্বাক্ষর

ডিএসই ও সিএসইর সাথে নিয়ালকোর চুক্তি স্বাক্ষর
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সাথে নিয়ালকো এলয়েজ কিউআইওয়ের একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) জন্য এ চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

বুধবার (১৯ মে) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৫ এপ্রিল বিএসইসির ৭৭০তম সভায় নিয়ালকো এলয়েজ লিমিটেডকে কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বিএসইসি।

সেই লক্ষ্যে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া নিয়ালকো এলয়েজ লিমিটেডের কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন রোববার (১৬ মে) থেকে শুরু হয়েছে।যা আগামীকাল বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত কোয়ালিফাইড ইনভেস্টররা এ কোম্পানির শেয়ার কেনার জন্য আবেদন করতে পারবেন।

নিয়ালকো এলয়েজ কিউআইও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। ২০১৮ সালের রুলস অনুযায়ী কোম্পানিটি প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগাকারীদের নিকট ইস্যুর মাধ্যমে এই টাকা উত্তোলন করবে।

এদিকে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বরে আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। এই সময় কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ১২ টাকা ৪৩ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন