গুগল বলেছে, চলতি বছরের শেষের দিকে গুগল আইও-এর অ্যনুয়াল ডেভেলপার কনফারেন্সে অ্যাপটি চালু করা হবে। বর্তমানে অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপ নিয়ে একজন ক্যানসার বিশেষজ্ঞ বলেন, এর মাধ্যমে চিকিৎসাব্যবস্থা আরও উন্নত হবে। রোগীদের ক্যানসার ও ত্বক সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে চিকিৎসকরা এগিয়ে আসতে পারবেন।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল বলেছে, এটি ত্বক সংক্রান্ত সমস্যা শনাক্ত করতে পারে। তবে চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যাপটি ব্যবহার করা উচিত হবে না।
বিবিসির খবরে বলা হয়, অ্যাপটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছে। এতে ৬৫ হাজার ছবিসহ ত্বকের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তথ্য যুক্ত করা হয়েছে। যাতে ব্যবহারকারীরা ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান পান। ব্যবহারকারীদের জন্য অনলাইনে প্রশ্ন উত্তরের ব্যবস্থাও রাখা হয়েছে।
গুগলের দেওয়া ব্লগপোস্টে আরও বলা হয়, ‘আমরা খেয়াল করেছি প্রতি বছর বিশ্বে একশো কোটিরও বেশি ব্যবহারকারী গুগলে ত্বক সংক্রান্ত সমস্যার ব্যাপারে সার্চ করেন। সে ভাবনা থেকেই অ্যাপটি চালুর সিদ্ধান্ত নিয়েছি।’
গুগলের নতুন অ্যাপটি চালু হওয়ার বিষয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাউথাম্পটনের ক্যানসারবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক টিম আন্ডারউড বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ক্যানসার ও ত্বকের রোগীরা উপকৃত হবেন। ত্বকের ছোটখাটো সমস্যার সমাধান তারা নিজেরাই করতে পারবেন।’
তবে কেবল এ অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করা হয়নি। এর আগেও স্বাস্থ্যসেবা প্রযুক্তিতে সংস্থাটি এর ব্যবহার করেছে। ফলে চিকিৎসকরা রোগীর বিভিন্ন রোগের চিকিৎসা সহজেই করতে পারছেন।