বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি

বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি
অ্যান্ড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায়ই যে বিষয়টি নিয়ে বিতর্ক হয় সেটি হচ্ছে- অ্যান্ড্রয়েডের তুলনায় অ্যাপলের আইফোন এগিয়ে রয়েছে।

বর্তমানে বিশ্বের ৩০০ কোটি ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন। সম্প্রতি এমনটিই জানিয়েছেন সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগলের বিপণন ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট সমীর সামাত। তার বক্তব্য থেকে জানা গেছে, বিশ্বব্যাপী আইফোনের তুলনায় সক্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে তিন গুণ।

কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের অ্যানুয়াল ডেভেলপার কনফারেন্সের পর থেকে গুগল ৫০ কোটিরও বেশি সক্রিয় ডিভাইস অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে যুক্ত করেছে। যা গুগলের জন্য নতুন মাইলফলক তৈরি করেছে।

গুগল জানায়, এর আগে ২০১৭ সালে ১০০ কোটি ব্যবহারকারী সক্রিয়ভাবে অ্যান্ড্রয়েড ব্যবহার করেছেন। এমনকী বিশ্বের অনেক দেশে প্ল্যাটফর্মটি ব্যবহৃত না হলেও বর্তমানে পুরো বিশ্বে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটিরও বেশি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অ্যাপল জানিয়েছিল, বিশ্বে সক্রিয়ভাবে ১০০ কোটি ব্যবহারকারী আইফোন ডিভাইস ব্যবহার করেন। বাজারে অ্যাপল ও গুগলের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকার খবর প্রকাশ করেছে গুগল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা