করোনাভাইরাসে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তারল্য প্রতিবন্ধকতা যেনো সৃষ্টি না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ খুরশীদ আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ডারি মার্কেট উন্নয়নের পাশাপাশি মুদ্রানীতির উদ্দেশ্যে বাস্তবায়নে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেট থেকে সরকারি শেয়ার কেনে। এছাড়া প্রয়োজনে সেকেন্ডারি মার্কেটে বিক্রি করে যা বাজার মূল্যে সম্পাদন করা হয়ে থাকে।
এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের কারণে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের তারল্য ব্যবস্থাপনা যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে লক্ষে বাংলাদেশ ব্যাংক সেকেন্ডারি মার্কেট হতে সরকারি শেয়ার কেনার কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ লক্ষ্যে কোন তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিকট ‘সহজে বিনিময়যোগ: সম্পদ (এসএলআর)’ সংরক্ষণের পর অতিরিক্ত সরকারি শেয়ার থাকলে, তা বাংলাদেশ ব্যাংকের নিকট বাজারমূলে বিক্রি করতে পারবে।
এরূপ বিক্রয়ের প্রয়োজন হলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।