মুশফিকেই আস্থা তামিমের

মুশফিকেই আস্থা তামিমের
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। গতকাল (বৃহস্পতিবার) ২ ম্যাচের মূল স্কোয়াড দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ১৫ সদস্যের দলে পরীক্ষিত উইকেটরক্ষক আছেন ৩ জন। মোহাম্মদ মিঠুন অবশ্য গ্লাভস হাতে নেন না দীর্ঘদিন। অভিজ্ঞ মুশফিকুর রহিম নাকি লিটন দাস, ম্যাচে উইকেটের পিছনের দায়িত্ব কে সামলাবেন? ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল রাখঢাক না রেখে সরাসরি জানালেন মুশফিকের নাম।

শুক্রবার (২১ মে) ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তামিম বলেন, ‘মুশফিকের কিপিং নিয়ে আমি খুবই খুশি। সে অবশ্যই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে শুধু না পুরো সিরিজেই কিপিং করবে।’

ক্রিকেট পরিসংখ্যান কথা বলছে মুশির হয়ে। হিসাব বলছে, বাংলাদেশের সবচেয়ে সফল উইকেটরক্ষক তিনি। তবে তাকে নিয়ে সমালোচনা কম হয় না। অবশ্য সম্প্রতি খুব কম সিরিজেই দেখা গেছে, যেখানে তিনি কিপিংয়ে ক্যাচ ছাড়েন না বা সুযোগ হাতছাড়া করেন না। নিউজিল্যান্ড সফরেও তার ভুলে হারতে হয়েছে বাংলাদেশ দলকে।

তবুও বন্ধু মুশফিকের পক্ষেই তামিম বললেন, ‘ক্যাচ মিস বা সুযোগ মিস এগুলো খেলার অংশ, সত্যি কথা বলতে আমি জানি সে কতটা কঠোর পরিশ্রম করে। আর আমাদের টিম ম্যানেজমেন্ট বা সবার একটা মুহূর্তের জন্যও মনে হয় না যে মুশফিক কিপিং করবে না।’

সঙ্গে তার অর্জনও সামনে তুলে আনেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক, ‘ক্যাচ মিসের কথা বলছেন, কিন্তু সে কিছু দুর্দান্ত কাজও করেছে। ১৩-১৪ বছর ধরে একজন কিপার ক্যাচ ফেলতে পারে আবার এই সময়ে সে কিছু অবিশ্বাস্য ক্যাচও ধরেছে। আমার মুশফিকের ওপর পূর্ণ আস্থা আছে এবং সে কিপিং করবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো