এসব রুটের যাত্রীদের টিকিটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সাত দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের খরচ।সৌদি সরকার নির্ধারিত হোটেলে এই কোয়ারেন্টাইনের খরচ ৬৫ হাজার ৭০০ টাকা, যা টিকিটের মূল্যের চেয়েও প্রায় ২০ ভাগ বেশি। সৌদি প্রবাসীদের খরচ এখানেই শেষ নয়।
সৌদি সরকারের নিয়ম অনুযায়ী, একজন প্রবাসীকে সৌদি পৌঁছে নিজ খরচে একবার করোনাভাইরাসের টেস্ট করতে হবে।
কোয়ারেন্টাইনের ষষ্ঠ দিন আবার টেস্ট করাতে হবে। প্রতিবার ১২৯ সৌদি রিয়াল করে বাংলাদেশিদের দুই টেস্টে খরচ হবে প্রায় ৬ হাজার টাকা।