তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: আরও ৩৬ বাংলাদেশি উদ্ধার

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি: আরও ৩৬ বাংলাদেশি উদ্ধার
আফ্রিকার দেশ তিউনিশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে একটি নৌকাডুবিতে অর্ধ-শতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। ডুবে যাওয়া নৌকা থেকে আরও ৩৬ জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করেছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

লিবিয়ায় বাংলাদেশি দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স গাজী মো. আসাদুজ্জামান কবির অর্থসংবাদ’কে জানায়, আমরা এর আগে ৩২ জন বাংলাদেশিকে উদ্ধার করেছি। দুর্ঘটনা কবলিত নৌকা থেকে উদ্ধারকৃত ৩২ জন বাংলাদেশির সাথে দেখা করে তাদেরকে প্রয়োজনীয় সহযোগিতা করেছি। বর্তমানে তারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন।

[caption id="attachment_66389" align="alignnone" width="899"] ছবি: সংগৃহীত[/caption]

তিনি আরও বলেন, দূতাবাস থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তিউনিসিয়া উপকূলে নিখোঁজদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একইসাথে উদ্ধারকৃত সকল বাংলাদেশির সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।

এদিকে এ বিষয়ে ডি গিয়াকোমো এক টুইটে জানান, ডুবে যাওয়া নৌকাটিতে অন্তত ৯০ আরোহী ছিলেন। জীবিত অভিবাসীদের জারজিস বন্দরে নিয়ে আসা হচ্ছে।

তিউনিশিয়ায় নিযুক্ত আইওএমের মুখপাত্র রিয়াধ কাধি বলেছেন, লিবিয়া থেকে নৌকাটি প্রায় ৯০ জনকে নিয়ে যাত্রা শুরু করেছিল বলে জীবিত উদ্ধারকৃত অভিবাসনপ্রত্যাশীরা জানিয়েছেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানিয়েছেন, সোমবার (১৭ মে) উত্তর লিবিয়া থেকে ৯০ জন অভিবাসন প্রত্যাশীদের নিয়ে একটি নৌকা ইউরোপের উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু সেটি তিউনিসিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে আসার পর ডুবে যায়। সেখানে একটি তেল খনিতে কর্মরত কর্মীরা ৩৩ জন বাংলাদেশিকে জীবন্ত উদ্ধার করে। বাকিরা ডুবে মারা যায়।

রেড ক্রিসেন্ট জানিয়েছে এই ৯০ জন অভিবাসন প্রত্যাশী লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালি যাওয়ার চেষ্টা করছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা