জানা যায়, আন্তর্জাতিক ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাংঘাই। এর জন্য তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বডি বিল্ডারের পাশাপাশি সাংঘাই একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং নিজের শহরে একটি জিমের মালিক।
[caption id="attachment_66563" align="alignnone" width="800"] সাংঘাই এর টুইটার থেকে নেয়া[/caption]
বলিউড পরিচালক হায়দার খানের সঙ্গে একটি ডিজিটাল প্রজেক্টের কাজে মুম্বাই গিয়েছিলেন সাংঘাই। যেখানে সালমান খানের সঙ্গে তার দেখা করার সুযোগ হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে আলোচনা হয়। প্রথম আলাপে একজন অপরিচিত ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়ায় বেশ খুশি হয়েছিলেন ভুটানের এই বডি বিল্ডার।
এই ঘটনার দুই মাস পর নির্মাতা হায়দার খান সাংঘাইকে ফোন করে সালমানের একটি সিনেমার প্রস্তাব দেন। যেটি ছিল ‘রাধে, ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।