সালমানের সিনেমায় যেভাবে যুক্ত হলেন ভুটানের সেনা

সালমানের সিনেমায় যেভাবে যুক্ত হলেন ভুটানের সেনা
বলিউডে বিভিন্ন দেশের অনেকেই তাদের ক্যারিয়ার গড়েছেন। কেউ কেউ রীতিমত রাজ করছেন। ভাষার সমস্যাও তাদের সাফল্যকে দমাতে পারেনি। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভুটানের সাংঘাই শেলথ্রিম। সালমান খানের 'রাধে' সিনেমায় দেখা গেছে তাকে।

জানা যায়, আন্তর্জাতিক ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন সাংঘাই। এর জন্য তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। বডি বিল্ডারের পাশাপাশি সাংঘাই একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং নিজের শহরে একটি জিমের মালিক।

[caption id="attachment_66563" align="alignnone" width="800"] সাংঘাই এর টুইটার থেকে নেয়া[/caption]

বলিউড পরিচালক হায়দার খানের সঙ্গে একটি ডিজিটাল প্রজেক্টের কাজে মুম্বাই গিয়েছিলেন সাংঘাই। যেখানে সালমান খানের সঙ্গে তার দেখা করার সুযোগ হয়। প্রথম দেখাতেই তাদের মধ্যে ফিটনেস এবং শরীরচর্চা নিয়ে আলোচনা হয়। প্রথম আলাপে একজন অপরিচিত ব্যক্তিকে শ্রদ্ধা ও ভালোবাসা দেওয়ায় বেশ খুশি হয়েছিলেন ভুটানের এই বডি বিল্ডার।

এই ঘটনার দুই মাস পর নির্মাতা হায়দার খান সাংঘাইকে ফোন করে সালমানের একটি সিনেমার প্রস্তাব দেন। যেটি ছিল ‘রাধে, ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার