মিয়ানমারে সংখ্যালঘু সংকট বিষয়ক উপদেষ্টা কমিটি সচিবের পদত্যাগ

মিয়ানমারে সংখ্যালঘু সংকট বিষয়ক উপদেষ্টা কমিটি সচিবের পদত্যাগ
রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গা সংকট বিষয়ে অং সান সুচি নিযুক্ত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সচিব শনিবার (২১ জুলাই) পদত্যাগ করেছেন। খবর এএফপি’র।

সেনা অভিযানের ফলে দেশ থেকে সংখ্যালঘু পালিয়ে যাওয়া পরিস্থিতি মোকাবেলার ব্যাপারে সরকারকে পরামর্শ প্রদানে অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও থাইল্যান্ডের আইন প্রণেতা কওসাক চটিকুলকে মিয়ানমারের নেত্রী অং সান সুচি প্যানেল কমিটির সচিব হিসেবে নিয়োগ দেন।

গত বছর আগস্ট থেকে রাখাইন রাজ্যের সংখ্যালঘুদের ওপর নির্যাতন, নিপীড়ন এবং বসতবাড়ি পুড়িয়ে দেয়ার মত নৃশংসতা শুরু হয়।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা হত্যা, ধর্ষণ, নির্যাতনের ভয়ঙ্কর প্রমাণ দিয়েছে। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই একে জাতিগত নির্মূল হিসেবে অবহিত করেছে।

এদিকে চলতি সপ্তাহে মিয়ানমারের রাজধানী নেপিডোতে কর্মকর্তাদের সঙ্গে প্যানেলের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠানে অপরগতা জানিয়েছেন কওসাক চটিকুল।

তিনি ব্যাংকক থেকে এএফপি’কে জানান, আমি গত ১০ জুলাই বৈঠকে মৌখিকভাবে আমার পদত্যাগের কথা বলেছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা