সূত্র মতে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭ টাকা ৭০ পয়সা। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১৫ দশমিক ৫৮ শতাংশ কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ক্যাপিটালের ১৪ দশমিক ৬৩ শতাংশ, ঢাকা ব্যাংকের ১৩ দশমিক ৭৭ শতাংশ, ইমাম বাটনের ১৩ দশমিক ৪১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১২ দশমিক ১৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ দশমিক ১২ শতাং, তাওফিকা ফুডসের ৯ দশমিক ৫২ শতাংশ, স্যোসাল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৩৩ শতাংশ, ওয়াইম্যাক্সের ৮ দশমিক ৪৪ শতাংশ এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর ৮ দশমিক ০৫ শতাংশ কমেছে।