সোমবার (৭ জুন) বিএসইসির ৭৭৬তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইসিবি এএমসিএল ইউনিট ফান্ড এবং বাংলাদেশ ফান্ড দুইটি আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট পরিচালনা করে। বিনিয়োগকারীদের স্বার্থে ফান্ড দুইটির পরিচালনা থেকে আইসিবি এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে অব্যাহতি প্রদানপূর্বক অন্য কোনো স্বাধীন ট্রাস্টির নিকট হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
ফান্ড দুইটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে আইসিবি’রই সাবসিডিয়ারি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।