সূত্র মতে, সোমবার এমআই সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৯ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ৪ দশমিক ২৮ শতাংশ কমেছে।
ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের ৩ দশমিক ৬১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩ দশমিক ০৭ শতাংশ, জিকিউ বলপেনের ২ দশমিক ৮০ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ২ দশমিক ৭৯ শতাংশ, আরামিট সিমেন্টের ২ দশমিক ৭৪ শতাংশ, আইটি কনসালটেন্টসের ২ দশমিক ৭৩ শতাংশ, বিএসআরএম স্টিলের ২ দশমিক ৬৮ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২ দশমিক ৬৬ শতাংশ এবং মিরাকলের শেয়ার দর ২ দশমিক ৬৩ শতাংশ কমেছে।