রোববার (১৩ জুন) বিডা কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বিজিএমইএ প্রতিনিধি দল ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ দেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক বস্ত্রখাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে ব্যবসা সহজীকরণের উদ্যোগ নেয়ার জন্য বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান। প্রতিনিধি দল বাংলাদেশে বিদেশি ক্রেতাদের লিয়াজোঁ অফিসে যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করছে, সেগুলো নিয়েও আলোচনা করেন।
বিজিএমইএ প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সহ-সভাপতি মিরান আলী, পরিচালক এনামুল হক খান (বাবলু), পরিচালক আসিফ ইব্রাহীম, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আব্দুল্লাহ হিল রাকির, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান এবং পরিচালক মিজানুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, মো. সাইফুল্লাহ মোকবুল মোর্শেদ এবং অভিজিৎ চৌধুরী উপস্থিত ছিলেন।