বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ

বাংলাদেশের নতুন অধিনায়ক তপু বর্মণ
কার্ডজনিত জটিলতায় কাল মঙ্গলবার ওমান ম্যাচে থাকছেন না নিয়মিত অধিনায়ক জামাল ভূইয়া। জামালের অনুপস্থিতিতে আগামীকাল বাংলাদেশের অধিনায়কত্ব করবেন ডিফেন্ডার তপু বর্মণ। জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, ‘কোচ ও টিম ম্যানেজম্যান্টের সাথে আলোচনা করে আমরা তপুর হাতে আর্মব্যান্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছি’।

তপু আজ (সোমবার) দোহার সময় বিকেল সাড়ে তিনটায় (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টা ) কোচ জেমির সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। তপু বর্মণের জাতীয় দলের হয়ে আগামীকালই প্রথম অধিনায়কত্ব করবেন। ঘরোয়া পর্যায়ে অবশ্য তার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বসুন্ধরা কিংসের নিয়মিত অধিনায়ক তিনি।

উল্লেখ্য, আফগানিস্তানের বিপক্ষে মহামূল্য সমতাসূচক গোলটি করেছিলেন তিনি। এর আগে আরও তিনটি গোল করেছিলেন তিনি। বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তিনি খেলেছেন ৩৫ টি ম্যাচ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের