ইউপি নির্বাচনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ইউপি নির্বাচনে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
আগামী ২১ জুন প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২০৪টি ইউপি’র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ লক্ষ্যে ২০ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২১ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১৪ জুন) ইসি’র নির্বাচন পরিচালনা শাখা-২ এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি মঙ্গলবার ইসি’র ওয়েবসাইটে প্রকাশ হয়েছে।

ইসি জানায়, প্রথম ধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২০৪টি ইউপি’র নির্বাচনের ভোটগ্রহণ ২১ জুন অনুষ্ঠিত হবে। এ লক্ষে ইতোমধ্যেই প্রথম ধাপের ইউপি’র ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে বিশেষ কয়েকটি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ২০ জুন দিবাগত মধ্যরাত ১২টা থেকে ২১ জুন মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌযান ও স্পিডবোট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

কমিশেনের আদেশে জানানো হয়, এই নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের নির্বাচনী এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে শিথিলযোগ্য। একই সাথে সাংবাদিকদের ক্ষেত্রে (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা