কন্যার অর্জনে অভিনন্দনবার্তা সাকিবের

কন্যার অর্জনে অভিনন্দনবার্তা সাকিবের
অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও তিনি আছেন বাংলাদেশে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করে খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানে জন্ম দিয়েছেন বিতর্কিত এক ঘটনার। যার কারণে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এছাড়া করোনার কারণে মানতে হচ্ছে কঠোর বায়োবাবলের নিয়ম। সবমিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন সাকিব। খুব একটা যে স্বস্তিতে আছেন তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া তার এক স্ট্যাটাস দেখেই এ সম্পর্কে ধারণা পাওয়া যায়।

মঙ্গলবার (১৫ জুন) বড় মেয়ে আলাইনাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সাকিব তার স্ট্যাটাসে জানান, তার কন্যা আলাইনা হাসান অব্রি পড়াশোনার প্রথম ধাপ কিন্ডারগার্টেন পর্ব শেষ করেছে।
যুক্তরাষ্ট্রের রীতি অনুযায়ী এ দিনটি বেশ জমকালোভাবেই পালন করা হয়। গ্র্যাজুয়েশন সম্মাননাও থাকে। সন্তানের পাশে থাকেন বাবা-মা। কিন্তু দুভার্গ্য, সাকিব এমন দিনে মেয়ের পাশে থাকতে পারেননি।

কিছুটা আক্ষেপ করে সাকিব লিখেছেন, 'কিন্ডারগার্টেন থেকে গ্র্যাজুয়েশন করার জন্য আমার বড় মেয়েকে অভিনন্দন। আমি দুঃখিত, তোমার বড় দিনটি মিস করেছি। তবে আমি ভবিষ্যতে এর কোনোটি মিস না করার প্রতিশ্রুতি দিচ্ছি।'

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরকে বিয়ে করেন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে এই তারকা দম্পতির ঘরে জন্ম নেয় আলাইনা হাসান অব্রি। এরপর তাদের ঘরে আরও দুই সন্তান জন্ম নেয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়